থানচিতে আফিমসহ দুই যুবক আটক

purabi burmese market

বান্দরবানের থানচি উপজেলায় প্রায় দুই কেজি আফিমসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-৭।

আটককৃতরা হলেন, দংওয়াই ম্রো (২৪) এবং কাইং প্রো ম্রো (২৩)। থানচি উপজলোর ২নং তিন্দু ইউনিয়নের ২নং ওয়ার্ড আমইপাড়া গ্রামের কাসু ম্রোর ছেলে দংওয়াই ম্রো । আর লামা উপজেলার চিংকুম পাড়ার রিংচুম ম্রোর ছেলে কাইং প্রো ম্রো। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে থানচি বাজার থকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে আফিম থানচির তিন্দু থেকে থানচি বাজারে নিয়ে আসে দংওয়াই ম্রো। এমন সংবাদের ভিত্তিতে থানচি বাজারে যৌথ অভিযান চালায় র‌্যাব ও বিজিবি। অভিযান চালিয়ে থানচি বাজার থেকে বিক্রেতা দংওয়াই ম্রো এবং ক্রেতা কাইং প্রো ম্রোকে আটক করে র‌্যাব। কাইং প্রো ম্রো আফিম কেনার জন্য লামা থেকে থানচি বাজারে আসেন। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৮শত গ্রাম আফিম উদ্ধার করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সুদীপ রায় জানান, র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ১ কেজি ৮শ গ্রাম আফিমসহ দুই জনকে আটক করা হয়েছে। র‌্যাব-৭ এর জিজ্ঞাসাবাদ শেষে রাতে থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।