থানচিতে কর্মহীন অসহার ২০০ পরিবার পেল বিজিবি‘র খাদ্য সহায়তা

NewsDetails_01

কোভিড-১৯ এ লকডাউন পরিস্থিতিতে বান্দরবানে থানচি উপজেলায় কর্মহীন,অসহায় ও হত দরিদ্র, রোজাদার ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবি।

রবিবার(২ মে) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ান বলিপাড়া জোন কর্তৃপক্ষে পরিজাত চত্তরে কর্মহীণ অসহায় ও হত দরিদ্র, রোজাদারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৮ ব্যাটালিয়ানের জোন কমান্ডার অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ- উল- আলম পিএসসি।

NewsDetails_03

এছাড়াও বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ন অধীনে থানচি উপজেলা পাহাড়ে সীমান্তের বিভিন্ন স্থানে অবস্থানরত বিওপি ক্যাম্পের আওতায় হত দরিদ্র কর্মহীন অসহায় পরিবারকে ও স্বস্ব ক্যাম্পের ক্যাম্প কমান্ডারা এ সহায়তা বিতরন করেন ।

খাদ্য সামগ্রী মধ্যে প্রতি পরিবারের চাউল ৫ কেজি, তৈল ১ কেজি, চিনি ১ কেজি ,ডাল ১ কেজি, লবন ১ কেজি, প্যাছ ১ কেজি, আলু ১ কেজি করে সহায়তা দেয়া হয় ।

এ সময় বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ানে মেজর তানবীর এএমসি,এডি হাসান ছাড়াও ব্যাটালিয়ানের বিজিবি বিভিন্ন পদে কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন