বান্দরবানের থানচি উপজেলা সদর থেকে নাফাখুম যাওয়ার পথে বড় ইয়াংরে চং এর নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ রয়েছে, তার নাম মাহবুব রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ২টার দিকে থানচি সদর থেকে তিন্দু গ্রোপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মানাধীণ ভবনের নির্মাণ সামগ্রী রড নিয়ে যাচ্ছিল নৌকাটি। বিকাল ৩টায় বড় ইয়াংরে নামক স্থানে পৌছলে সাঙ্গু নদীতে পানির স্রোতে নৌকা ডুবে যায়। এসময় এক নির্মাণ শ্রমিক নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ ও বিজিবি।
তিন্দু গ্রোপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মানের ঠিকাদার এলজিইডি ৪র্থ শ্রেনীর কর্মচারী মোহাম্মদ রোকন মিঞা জানান, নিখোঁজ শ্রমিক মাহবুবর রহমানের বাড়ি জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়।
এই ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সত্তার পাহাড়বার্তাকে বলেন, শুনেছি একজন নিখোঁজ, অন্যরা সাতার কেটে নদীর তীরে চলে আসে।