সভায় জনসংহতি সমিতি সভাপতি ম্যানুয়েল ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানচি উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জনসংহতি সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াংঙান ম্রো,থানচি উপজেলা জনসংহতি সমিতির সা:সম্পাদক মেমং প্রু মারমা,জনসংহতি সমিতি সহ-সাংগঠনিক সম্পাদক মংসাচিং মারমা,যুব সমিতি সভাপতি ক্রাপ্রু অং মারমা,যুব সমিতি সহ-সভাপতি নুমং প্রু মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ থানচি উপজেলা শাখা সভাপতি নুশৈমং মারমা প্রমুখ।