এসময় উপস্থিত ছিলেন থানছি উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াইং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মারমা,থানছি উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর প্রতিনিধি মংথোয়াইম্যা মারমা,থানছি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,থানছি প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা প্রমুখ। থানছি উপজেলায় পর্যটকদের আবাসন সমস্যা নিরসনে “থানছি কুটির” গেস্ট হাউসের প্রতিষ্ঠাতা করেন থানছি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাম লাই ম্রো।
প্রসঙ্গত, থানছির সাংগু নদীর পাশে থানছি বাজার পূর্ব দিকে অবস্থিত ভ্রমনের পিপাসু পর্যকদের জন্য সুন্দর ও নিরিবিলি পরিবেশের “থানছি কুটির” গেস্ট হাউসটি বেসরকারী উদ্দ্যোগে নির্মান করা হয়েছে।