দীঘিনালায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গৌরব, ঐতিহ্য ও সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ৷

NewsDetails_03

আজ বুধবার (২৩জুন) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ মাহফিল, মোনাজাত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) জাহাঙ্গীর আলম রাজু’র সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি (প্রস্তাবিত) মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল, উপজেলা যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম লাকী প্রমূখ। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

আরও পড়ুন