খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বৃহস্পতিবার (২৪জুন) সকালে উপজেলার জারুলছড়িমূখ এলাকায় বাবুছড়া ও উল্টাছড়িগামী ২টি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হলে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক হরিমোহন চাকমা (৭৫) কে মৃত ঘোষণা করে। নিহত ব্যক্তি ধনপাতাছড়া এলাকার রবিন্দ্র চাকমার ছেলে।
আহত’রা হলেন বাবুছড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে বলু মিয়া ও ধনপাতাছড়া এলাকার হিরত চাকমার ছেলে রন্জু চাকমা।
দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার বলেন, সকালে গুরুতর আহত অবস্থায় ৩জন রোগী নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত অবস্থায় বাকী ২জনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম পেয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।