দুর্নীতিবাজ শিক্ষা কর্মকর্তার স্থান হলো রাঙামাটিতে !

নেত্রকোনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিমকে দুর্নীতির অভিযোগে তদন্তের পর রাঙামাটিতে বদলি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল আলীম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তার বদলির আদেশ আসে। নেত্রকোনা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

NewsDetails_03

তিনি জানান, ওই আদেশে মাসুদ করিমকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে কর্মস্থল ত্যাগ করে রাঙামাটির লংগদু উপজেলায় যোগদান করতে বলা হয়েছে। নতুবা ওই আদেশ স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবে।

অন্যদিকে,লংগদু উপজেলার শিক্ষা অফিসার মো. আবুল হোসেনকে নেত্রকোনা সদরের শিক্ষা অফিসার হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,নেত্রকোনা সদর উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয় থেকে স্লিপ বরাদ্দের টাকা এবং বিভিন্ন উন্নয়ন কাজ থেকে উৎকোচ আদায়ের অভিযোগ ওঠে। করোনাকালে দেশের বিভিন্ন বিদ্যালয় এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও তিনি শিক্ষকদের পরীক্ষা নেওয়ার নির্দেশ দেন। ওই আদেশ ১৫ জুনের মধ্যে কার্যকরের কথা বলেন; যা সরকারি কোনও আদেশ নয়। শিক্ষকদের প্রতিবাদের মুখে জেলা শিক্ষা অফিসারের নির্দেশে তিনি ওই আদেশ প্রত্যাহার করেন।

আরও পড়ুন