নাইক্ষ্যংছড়িতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, স্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মুহাম্মদ শাহ আজিজ, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার আকতার উদ্দিন প্রমুখ।

NewsDetails_03

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর ভাবে হস্তক্ষেপ গ্রহণ করা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

আরও পড়ুন