বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গা ঝিরি গ্রামে তৈয়বা বেগম এর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন, বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাঙ্গাঝিরি গ্রামের নুরুল কাদের এর পুত্র মুহাম্মদ ফারুক (২৮)।
জানা যায়, গত ২১ মার্চ (শুক্রবার) রাত সাড়ে ৭টার দিকে তৈয়বা বেগমের হত্যাকান্ডে ঘটনা ঘটে।

আর এদিকে ২২ মার্চ (শনিবার) দুপুর দেড়টা দিকে ঘটনার সাথে জড়িত থাকায় স্থানীয় এক দোকান থেকে মুহাম্মদ ফারুক নামে এক দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় স্থানীয় লোকজন ফারুককে ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে পুলিশ ও স্থানী জনপ্রতিনিধি শাহাবুদ্দিনে সাথে স্থানীয়দের বাকবিতন্ডায় হয়। একপর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে পুলিশ ও জনপ্রতিনিধি শাহাবুদ্দিনকে এলোপাতাড়ি মারপিটে আঘাত করে।
আঘাতপ্রাপ্তরা হলেন, নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারীর কাগজি খোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরির্দশক মুহাম্মদ বোরহান উদ্দিন এবং সঙ্গীয় সাহাদাত হোসেন (কং/৪৯৪) ও স্থানীয় মেম্বার সাহাব উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসরুরুল হক। তিনি জানান, পুলিশ ও স্থানীয় মেম্বারকে সরকারী কাজে বাধা দিয়ে আঘাত করে। বর্তমান নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর সংশ্লিষ্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে।