বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক রাবার বাগান মালিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত আবুল বশর(২৫) বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মিজঝিরি পাড়ার হাজী লাল মিয়ার ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় তার নিজ বাড়ি থেকে ১০-১৫ জনের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তাকে অপহরণ করে।
অপহৃতের পিতা হাজী লাল মিয়া জানায়, বাইশালী আলিক্ষ্যং মিজঝিরিতে তাদের ১শ একর রাবার বাগান আছে। সন্ত্রাসীরা তার ছেলের কাছে আগে চাঁদা দাবি করেছিল। টাকা না দেয়ায় সশস্ত্র সন্ত্রাসী তার বাড়ি হামলা চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে সন্ত্রাসীরা ছেলেকে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবী করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাইশারী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ আবু মূসা বলেন, আমরা চেষ্টা করছি অপহৃতকে শীঘ্রই উদ্ধার করার। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপহরনকারীরা মোটা অংকের টাকা দাবি করেছে বলে অপহৃতের পিতা জানিয়েছে আমাদের।