২০১৮ সালের বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই) পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুলাই) পুলিশ সদর দফতর থেকে এই ফল প্রকাশ করা হয়।২০১৮ সালের ১৯, ২০ ও ২১ মার্চে বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৫ হাজার ৪১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ পুলিশ সদর দফতরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ এর এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ২০১৮ সালের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময়সূচি ও স্থান যথাক্রমে বাংলাদেশ পুলিশ ওয়েবসাইট (www.police.gov.bd) এর মাধ্যমে সকলকে অবহিত করা হলো। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীকে অবশ্যই লিখিত পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, নাগরিকত্বের প্রমাণ ও মুক্তিযোদ্ধা সনদসহ (প্রযোজ্য ক্ষেত্রে) সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।