ফেরদৌস আক্তার কাপ্তাইয়ে শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ২য় বারের মতো শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন হরিণছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার। কাপ্তাই শিক্ষা বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
প্রসঙ্গত, শিক্ষক ফেরদৌস আক্তার কাপ্তাই উপজেলায় প্রথম মহিলা উডব্যাজার। এছাড়া তিনি এর পূর্বেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট কাব শিক্ষক নির্বাচিত হয়েছিলো। এদিকে তাঁর এই অর্জনে কাপ্তাই উপজেলা শিক্ষা অফিস, উপজেলা স্কাউটস সহ বিভিন্ন সংগঠন থেকে অভিনন্দন জানানো হয়েছে।
এদিকে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এই বছর কাপ্তাইয়ে ১১ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব বাছাই করা হয়।