বর্তমান সরকারের সময় সব ধর্মের মানুষ স্বাধীনভাবে প্রতিটি উৎসব পালন করে আসছে। বড়দিন শুধুমাত্র খ্রিষ্টান সম্প্রদায়ের উৎসব নয়,এতে সকল ধর্মের মানুষ অংশ নিয়ে একটি সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। আজ সেমাবার শুভ বড়দিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার একথা বলেন।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মার্মা, রাঙামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক,কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুচাইন চৌধুরী, রাংগুনিয়া উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবু তাহের, চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার কেক কেটে বড়দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এদিকে বড়দিন উপলক্ষে আজ সকালে চন্দ্রঘোনার ব্যাপ্টিস্ট চার্চ এবং সিএলসি ব্যাপ্টিস্ট চার্চে সমবেত প্রার্থনা, সংগীত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে খ্রিষ্টান সম্প্রদায়ের শত শত নারী পুরুষ অংশ নেন। বড়দিন উপলক্ষে সমগ্র চন্দ্রঘোনার খ্রিষ্টান পল্লী সেজেছে মনোরম সাজে। পিঠা,পায়েশ, মিষ্টি সহ রকমারি খাবারের আয়োজনে প্রতিটি ঘরে আপ্যায়ন করা হচ্ছে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে। প্রিয়জনদের উপহার প্রদানের মাধ্যমে বড়দিনের অনুষ্ঠানটি আনন্দ আরোও দ্বিগুণ মাত্রা যোগ করেছে। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার আসলাম ইকবাল আজ চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান পল্লীতে গিয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।