বান্দরবানে আজ করোনায় যারা আক্রান্ত হলেন

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় করোনায় নতুন আক্রান্ত ৪০ জন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৪১ জন, মোট সুস্থ হয়েছে ৫২ জনের বেশি।

বান্দরবানে জেলা সদরে আক্রান্তরা হলেন, ৮নং ওয়ার্ডের পৌর কমিশনার হাবিবুর রহমান খোকন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মার্মা, রাশেদুল ইসলাম, মিনু দাশ, মোহাম্মদ ইসহাক, সাদিয়া আফরিন, হাসিনা বেগম, জয় দাশ, মার জাহান, জয়নাল আবেদীন, সাখাওয়াত হোসাইন,জহিরুল ইসলাম, মিথুন চাকমা, বাধন মল্লিক,মো: রাকিব, আরিফুর রহমান, মোহাম্মদ আরিফুর রহমান, প্রসিন,মুনিরা আক্তার, অং মা থুই মারমা, নিরাজ হাওলাদার, প্রদীপ ধর, সাদ্দাম হোসাইন, মারজুবা সুহাইমা,কহিনুর আক্তার, জাকিরুর ইসলাম।

NewsDetails_03

লামা উপজেলায় আক্রান্তরা হলেন, একরাম উদ্দিন, মনির হোসাইন, মোহসেনা, জসিম উদ্দিন, রুবি বড়ুয়া, সজীব বড়ুয়া, যোয়েফা বড়ুয়া, রিমা আক্তার, মো: তুহিন ও মো: হোসাইন বাদশা। রোয়াংছড়ি উপজেলায় আক্রান্তরা হলেন, শঙ্কর বড়ুয়া, সাইফুল্লাহসহ জেলায় আক্রান্ত মোট ৪০জন।

আজ মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৭ টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা পাহাড়বার্তাকে এ তথ্য জানান।

আরও পড়ুন