বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশে যোগ দিতে আগামী শুক্রবার বান্দরবান আসছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
জেলা বিএনপি’র সূত্র পাহাড়বার্তাকে জানায়, আগামী ১৯ মে শুক্রবার বান্দরবানের মেঘলাস্থ নাইট হ্যাভেন হোটেলে জেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্টিত হবে। জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং এর সভাপতিত্বে কর্মী সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশ উপলক্ষ্যে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা পাহাড়বার্তাকে বলেন, কর্মী সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে ,আশা করি সফলভাবে এই কর্মী সমাবেশ অনুষ্টিত হবে।
প্রসঙ্গত,বিএনপির কর্মী সমাবেশ সফল ও স্বার্থক করতে ১৭ই মে বুধবার সকাল ১০টায় জজ কোটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।