বান্দরবান জেলা শহরে পুলিশ অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। আটকর্কৃতরা হলেন, মো: ইলিয়াছ (২০) ও হামিদ হোসেন (৪০)। তাদের বাড়ি যথাক্রমে কক্সবাজারের চকরিয়া উপজেলার খামার পাড়ার কাহাড়িয়া ঘোনা এলাকায় এবং বান্দরবানের লামা উপজেলার ইয়াংছার কাঠাঁলছড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ ইয়াছির আরাফাত এবং ওসি (ডিবি) অপ্পেলা রাজু নাহা এর নের্তৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বান্দরবান পৌরসভাধীন ৮ নং ওয়ার্ডের হোটেল হিল নাইট হেভেন সংলগ্ন ওয়াপদা ব্রীজের উপর হতে ৫শ পিস ইয়াবাসহ এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে বান্দরবানে ব্যবসা করে আসছিল।
এই ব্যাপারে ওসি (ডিবি) অপ্পেলা রাজু নাহা পাহাড়বার্তাকে বলেন,বান্দরবান শহরে ইয়াবা এনে বিক্রি করার সময় তাদের আটক করা হয়, মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।