বান্দরবানে করোনায় একজনের মৃত্যু : নতুন আক্রান্ত ৩৮জন

বান্দরবানে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৩৮জন।

এদিকে বান্দরবান সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাশেদা আক্তার (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৯জনের মৃত্যু হলো।

NewsDetails_03

নতুন আক্রান্তদের মধ্যে ২৪জন বান্দরবান সদর, ২জন রোয়াংছড়ি, ৬জন লামা, ১জন আলীকদম এবং ৫জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান, এপর্যন্ত বান্দরবানে ১০হাজার ২শত ৮০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৯হাজার ৪শত ৫৬জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৯শত ৭০জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১হাজার ৪শত ৩৯জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৯জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ১৫ হাজার ৭২০জন ১ম ডোজ ও ১১০ জন ২য় ডোজ গ্রহন করেছে।

আরও পড়ুন