বান্দরবানে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা।
উল্টো রথযাত্রা উপলক্ষ্যে আজ ৯ জুলাই (শনিবার) সকাল থেকে বান্দরবান বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতা চলে। এই উপলক্ষে দিনব্যাপী হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আলোচনা সভা, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় এক ধর্মীয় সভার। এসময় বান্দরবান কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ,সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, দুর্গাপূজা উদযাপন পরিষদ ২২এর সভাপতি অমল কান্তি দাশ, বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সভাপতি প্রিয়তোশ দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় বালাঘাটা সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির থেকে রথ টেনে পূর্ণাথীরা বান্দরবান সদরের শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে নিয়ে আসে। এসময় শতশত ভক্তরা জয় জগন্নাথ,জয় জগন্নাথ বলে শ্লোগান দেয় এবং রথের রশি টেনে পূর্ণ্যর অংশীদার হতে রথ টানায় অংশ নেয়।
প্রসঙ্গত, প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়,আর সপ্তাহব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের পর উল্টো রথযাত্রার মাধ্যমে সনাতন ধর্মলম্বীদের রথযাত্রার আয়োজন সমাপ্ত হয়।