বান্দরবানে জেলা প্রশাসকের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনুদান বিতরণ
বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫২ জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বান্দরবান সার্কিট হাউজে এ অনুদান প্রদান করা হয়।
এসময় বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, সহকারী কমিশনার আসিফ রায়হান, উপকারভোগী শিক্ষার্থী, নবগঠিত বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলাউদ্দিন শাহারিয়ারসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য কালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের বলেন, ভর্তি ও শিক্ষাসামগ্রী কেনার সহায়তা পাওয়ার আবেদন করেছিল শিক্ষার্থীরা। তারই প্রেক্ষিতে আজ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ৫২ জন শিক্ষার্থীকে ১ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া পড়ালেখায় মনোযোগী ও বাস্তবসম্মত জ্ঞান আহরণের পরামর্শ প্রদান করেন তিনি।