বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বান্দরবানে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (০৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের ঈদগাঁ মাঠে দিনব্যাপী বান্দরবান মেডিকেল স্টুডেন্ট’স এসোসিয়েশনের আয়োজনে বান্দরবান সেনা রিজিয়ন, জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় সকল প্রকার স্বাস্থ্য সেবা নিশ্চিতে ছিলেন ৪৩ জন আর্ন্তজাতিক খ্যাতি সম্পূর্ণ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন।