বান্দরবান শহরের বালাঘাটা এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম মোঃ ইলিয়াস প্রকাশ ইউসুফ (৪৫)। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। আজ বুধবার রাতে পৌনে আটটায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বান্দরবান পৌর শহরের পশ্চিম বালাঘাটা এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২জন আহত হয়। পরে স্থানীয়দের হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

আহতরা হলেন, মোটরসাইকেল চালক আব্দুস সামাদ (১৭) এবং তার বন্ধু মোটরসাইকেল আরোহী মোহাম্মদ শাকিল (১৬)। আহতদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের বাড়ি জেলা শহরের পশ্চিম বালাঘাটায়।
এই ব্যাপারে বান্দরবান থানার এসআই মিঠুন সিংহ জানান, মোটরসাইকেল দূর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এছাড়াও মোটরসাইকেল চালক সামাদ এবং তারবন্ধু আহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।