বান্দরবানে ১৩ নভেম্বর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসভা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আগামী ১৩ নভেম্বর (বুধবার) বান্দরবানে এক জনসভার আয়োজন করেছে বান্দরবান জেলা বিএনপি।

আজ সোমবার (১১ নভেম্বর) দুপুরে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষনা দেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজা।

এসময় বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আগামী ১৩ নভেম্বর বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রা আর জনসভার আয়োজন করেছে বান্দরবান জেলা বিএনপি। আর ওইদিন দুপুরে বান্দরবান পৌর এলাকার রাজারমাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে জড়ো হবে আর প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য প্রদান করবেন।

NewsDetails_03

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা আরো বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো.হেলাল উদ্দিন।

এসময় বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং এর সভাপতিত্বে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা জাতীয়তাবাদী দল বিএনপির এই বর্ণাঢ্য কর্মসুচীতে সাংবাদিকদের উপস্থিত থাকার আহবান জানান।

এসময় সংবাদ সম্মেলনে বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন তুষার, সদর উপজেলা বিএনপির আহবায়ক চনুমং মারমা, বিএনপি নেতা রিটল বিশ্বাস, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন