বান্দরবান শহরে মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত ১
বান্দরবান শহরে মোটর সাইকেল দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: জাহেদ (২৫), সে জেলা শহরের ৬নং ওয়ার্ড বনরূপা পাড়ার বাসিন্দা মৃত বজলুর রহমানের ছেলে। গত শুক্রবার (৬ মার্চ) দুপুরে জেলা শহরের ক্যাং এর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বাবুল (৩২) নামের আরো একজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,গত শুক্রবার দুপুরে শহরের ক্যাং এর মোড় এলাকায় দুই মোটর সাইকেল আরোহী দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা লাগে। এসময় জাহেদ এর মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে জাহেদ এর অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করে। পরে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সে মারা যায়। অপরজন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত জাহেদ জেলা শহরের পূরবী হোটেলে কর্মরত ছিলেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে শহরের ক্যাং এর মোড় এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনা ঘটেছিল। আহত একজনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তার মৃত্যু হয়েছে খবর পেয়েছি।