ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটিতে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙ্গামাটিতে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০ টায় রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা, প্রেস ক্লাবের সা‌বেক সভাপতি একেএম মকছুদ আহমদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহবুব আহমদ প্রমূখ।

রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, এবার রাঙামাটিতে ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

রাঙামাটিতে এবার ৬-১১ মাস বয়সী ৯,২৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭৩,২৪৫ জন শিশুকে লাল রঙের টিকা খাওয়ানোার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

আরও পড়ুন