রাঙামাটিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

NewsDetails_01

রাঙামাটি সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জুলাই) সকালের দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

NewsDetails_03

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে রাঙামাটি কলেজের অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে রাঙামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক অনির্বান বড়ুয়া, স্কুল পর্যায়ে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল কবির পাঠোয়ারী, মাদ্রাসা পর্যায়ে আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ইসমাঈল শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার গ্রহণ করেন।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের নিয়ে বাংলা রচনা, হামদ, কেরাত, কবিতা, ইংরেজি রচনা, আবৃত্তি, জারিগান, রবীন্দ্রনাথ সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, দেশাত্মবোধক গান, বক্তব্য, লোক নৃত্য এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ও শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন