রাঙামা‌টিতে সিএন‌জি উল্টে নিহত ১

NewsDetails_01

রাঙামা‌টির না‌নিয়ারচ‌রে সিএনজি উল্টে বিজুকা চাকমা (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। গত সোমবার রা‌ত ১১টায় ইসলামপুর এলাকার তেজমর সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত বিজুকা উপজেলার ডাকবাংলো এলাকার লম্বা চাকমার ছেলে।

NewsDetails_03

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী‌কে ডাক্তার দে‌খি‌য়ে রাঙামা‌টি সদর থেকে সিএনজি যোগে না‌নিয়ারচর আসার পথে রাত ১১টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় বিজুকা চাকমা বহনকারী সিএনজিটি উল্টে যায়। এতে বিজুসহ তিন যাত্রী গুরুতর আহত হন। তা‌দের‌কে না‌নিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে আসার প‌থে বিজুকা চাকমা‌ মৃত্যুবরণ ক‌রেন। আহত অপর দুই যাত্রী‌কে চট্টগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, সিএস‌জি উল্টে একজন নিহত ও দুইজন আহত হ‌য়ে‌ছেন। চালক পলাতক থাক‌লেও সিএন‌জি জব্দ করা হ‌য়ে‌ছে। পরবর্তী আইনী পদ‌ক্ষেপ নেয়া হ‌চ্ছে।

আরও পড়ুন