পুলিশি সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে রাঙামাটি পুলিশের প্রতিটি থানা ও ফাঁড়িতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার কার্যক্রম চালু করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে বডি ওর্ন ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন।
জেলা পুলিশ কার্যালয় সুত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতিটি থানা এবং ফাঁড়িতে চালু হলো বডি ওর্ন ক্যামেরা। পুলিশের কাজের সচ্ছতা, জবাবদিহিতাও পুলিশিং কাজের গতিশীলতা আরো বাড়ানোর লক্ষ্যে চালু হলো এই বডি ওর্ন ক্যামেরা। এখন থেকে পুলিশের ডিউটিকালীন সময়ে তাদের বডিতে থাকবে বডি ওর্ন ক্যামেরা। নিজের কাজের জবাবদিহিতা ও ডিউটিকালীন সময়ে কাজের সচ্ছতা নিশ্চিত করতে এই উদ্যোগ। এ উদ্যোগ পুলিশের ডিজিটালাইজেশনের পথে আরেক ধাপ এগিয়ে নিবে।
বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশি সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসবে। এছাড়াও জনগণের মাঝে আস্থার সৃষ্টি হবে। এসময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।