সমাবেশে প্রধান অতিথি মোঃ সুমনী আক্তার বলেন, আনসার সদস্য নির্বাচন তথা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরা দেশের একটি গুরুত্বপুর্ণ অংশ। সামনে জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো সুনাম ও নিষ্টার সাথে এ বাহিনী কাজ করে যাবে। তিনি আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন,একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। এ নির্বাচনে আপনারা দায়িত্ব ও কর্তব্যের সাথে নিরক্ষেতা বজায় রেখে কাজ করে যাবেন।
সমাবেশে ২৫০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। পরে কর্মক্ষেত্রে ভালো কাজে স্বীকৃতির স্বরূপ আনসার সদস্যদের মাঝে সাইকেল, সেলাই মেশিন, ছাতা, বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।