রাঙ্গামা‌টিতে জেএসএ‌সের চিফ কালেক্টর বিক্রমের গু‌লিবিদ্ধ লাশ উদ্ধার

purabi burmese market

রাঙ্গামা‌টিতে জেএসএ‌সের চিফ কালেক্টর বিক্রম চাকমার গু‌লিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পু‌লিশ। আজ রোববার (১ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা সদরের মগবান ইউনিয়নের বরাদম এলাকার আওলাদ বাজার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরের দিকে কোন একসময় কে বা কারা বিক্রমকে গু‌লি করে হত্যা করে। ঐ সময় স্থানীয়রা ‌বেশ কয়েকটি গু‌লির শব্দ শুন‌তে পায়। প‌রে দুপুরের দিকে ইউনিয়নের বরাদম এলাকার আওলাদবাজারের জঙ্গ‌লের পাশে গু‌লি‌বিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।

‌জেএসএ‌সের চিফ কালেক্টর জ্ঞান শংকর নিহত হওয়ার পর বিক্রম চাকমা ঐ প‌দে দা‌য়িত্ব পালন করে আসছে বলে জানা গেছে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পু‌লিশ মরদেহটি উদ্ধার করেছে, এই ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।