থানচি প্রেস ক্লাবের কমিটি : অনুপম সভাপতি, সম্পাদক শহিদ নির্বাচিত

purabi burmese market

বান্দরবানে থানচি উপজেলা প্রেস ক্লাবের কমিটি গঠিত হয়েছে ।

দৈনিক পূর্বকোণ ও ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতি এবং চট্টগ্রাম সময় এর উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে ।
শনিবার সকালে উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় ।

উপদেষ্টা কমিটিতে যারা আছেন : ৩৬২ নং থানচি মৌজা হেডম্যান হ্লাফসু মারমা, ৩৬০ নংকোয়াইক্ষ্যং মৌজা হেডম্যান ও সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, ৩৬১ নং থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, ৩৭০ নং পর্দ্দ মৌজা হেডম্যান হাবরু ম্রোসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান ।

কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হলেন যারা: দৈনিক আমাদের সময় ও বান্দরবান প্রতিদিন এর উপজেলা প্রতিনিধি রেমবো ত্রিপুরা সহ-সভাপতি, দৈনিক সচিত্র মৈত্রী ও খোলা চোখ এর প্রতিনিধি হিমংপ্রু মারমা কোষাধক্ষ্য,দৈনিক নতুন বাংলাদেশ ও বিপ্লবি বাংলাদেশ এর প্রতিনিধি সাথোয়াইপ্রু মারমা দপ্তর সম্পাদক,সাপ্তাহিক মাইনি পত্রিকা প্রতিনিধি কাইথাং খুমি নির্বাহী সদস্য, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি হ্লামংউ মারমা,প্রশিক্ষন প্রাপ্ত শিশু সাংবাদিক মথি ত্রিপুরা ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।