রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা

NewsDetails_01

রাঙামাটির রাজস্থলীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

NewsDetails_03

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন, চন্দ্রঘোনা থানার এস আই মনির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, পুজা উদযাপন কমিটির সভাপতি মিঠুল চন্দ্র দে, পাবেল দাশ, শিমুল দাশ, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, বাজার কমিটির সভাপতি ধনরাম কর্মকার উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন,’বর্তমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিয়ে উৎসব স্বয়ংসম্পূর্ন করাই লক্ষ্য। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেনো না ঘটে সেদিকে সকলে খেয়াল রাখতে হবে’। বিশেষ নিরাপত্তার স্বার্থে উপজেলার সকল পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। সেইসাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের।

আরও পড়ুন