রামগড়ে এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

খাগড়াছড়ি’র রামগড়ে সারাদেশের ন্যায় এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে। আজ ১৩ অক্টোবর সোমবার খাগড়াছড়ি’র রামগড় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকরা ক্লাস বর্জনের মধ্যেদিয়ে কর্মবিরতি পালন করছে।

NewsDetails_03

মাধ্যমিক বিদ্যালয় সূত্রে জানা যায়, দেশের ৩০ হাজার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় চার লাখ শিক্ষক-কর্মচারী কর্মরত। তারা সরকারি বেতন স্কেলে মূল বেতনের পাশাপাশি মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। আর উৎসব ভাতা পান মূল বেতনের অর্ধেক। বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। গত ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করে আদেশ জারি করে অর্থ বিভাগ। তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনে মাঠে রয়েছেন।

এদিকে-রামগড় উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক বাহার উদ্দিন জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মাধ্যমিক শিক্ষকদের দাবী দাওয়া পুরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন