চলতি বছরের ১ জানুয়ারী রাতে লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবন থেকে অবৈধ অস্ত্রসহ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঐঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয় এবং তদন্ত শেষে পুলিশ আদালতে সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। উপজেলা পরিষদ আইন ১৯৯৮: ১৩ এর (১) ধারা অনুসারে ক্ষমতায় থাকা তাঁর পক্ষে সংবিধান পরিপন্থী হওয়ায় তাকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে বলে পত্রে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সমর্থন পেয়ে লক্ষীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন সুপার জ্যোতি চাকমা।
লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যানসুপার জ্যোতি চাকমা