খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার মাটি কার ঘাঁটি সেটি ভবিষ্যৎ বলে দিবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে লক্ষীছড়ি উপজেলা কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় নেতাকর্মীদের স্লোগান প্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। কুজেন্দ্র লাল ত্রিপুরা আরো বলেন, অতীতে খাগড়াছড়ি আওয়ামীলীগের অনেক নেতাকর্মী সুবিধা নিয়ে নির্বাচনের সময় আওয়ামীলীগের বিরোধীতা করেছিল। তাই সুসময়ে লক্ষীছড়ি মাটি কুজেন্দ্রের ঘাঁটি এমন স্লোগান না দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে জয়ী করতে ব্রতী হতে অনুরোধ করেন। পাহাড়ের উন্নয়নে আওয়ামীলীগের বিকল্প নাই দাবি করে বিএনপি জামায়াত ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর অপরাজনীতি রুখে দিয়ে পুন:রায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। লক্ষীছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(পাজেপ) সদস্য রেম্রাচাই চৌধুরীর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ম্রাগ্য মারমা প্রমুখ। আলোচনা সভা শুরুর আগে ল²ীছড়ি উপজেলা কমিউনিটি সেন্টার ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।