ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্ণ হলেও শতভাগ বাস্তবায়ন নিয়ে হতাশা রয়েছে পার্বত্যবাসীর। এই অবস্থা চলতে থাকলে শান্তি কখনো ফিরে আসবেনা তাই চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবী করেন বক্তারা। রোববার সকাল ১০টা বান্দরবানের থানচি উপজেলায় পার্বত্য জনসংহতি সমিতির আয়োজনে শান্তি চুক্তির ২১ বর্ষ পুর্তি উপলক্ষ্যে সমিতির উপজেলা কার্যালয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন নেতারা ।
জনসংহতি সমিতি থানচি উপজেলা শাখা সিনিয়র সহ সভাপতি ম্যানুয়েল ত্রিপুরার সভাপতিত্বে সমিতি সাধারণ সম্পাদক মেমং প্রু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক মংসাচিং মারমা,পাহাড়ী ছাত্র পরিষদে সভাপতি থুইমং প্রু মারমা, যুব সমিতি সভাপতি ক্রা প্রু অং মারমা,সাধারণ সম্পাদক মংথুইনু মারমা প্রমূখ ।