শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাঙ্গামাটি‌তে বস্ত্র বিতরন

NewsDetails_01

রাঙ্গামাটিতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জেলা পরিষদের সহযোগিতায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হতদরিদ্র ও অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (৩০ আগস্ট) শহরের শ্রী শ্রী নারায়ন মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

NewsDetails_03

জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন,বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, মুষ্টিমেয় কিছু লোক ব্যক্তি স্বার্থের জন্য সাম্প্রদায়িকতার বিষ বাস্প ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সকল শুভ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদের সদস্য বাদল চন্দ্র দে, বিপুল ত্রিপুরা, জেলা প‌রিষ‌দের সা‌বেক সদস্য ত্রি‌দিব কা‌ন্তি দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপ‌তি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাধারন সম্পাদক আশীস দাশগুপ্ত, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন প্রমুখ।

রাঙ্গামাটির শহরের বি‌ভিন্ন মন্দিরের পুরোহিত এবং অসহায় শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন