শ্বশুর বাড়িতে পা‌নি ভেবে বিষপানে প্রাণ হারালেন জামাই

purabi burmese market

মধ্যরাতে পিপাসা পাওয়ায় পা‌নি পান করতে গিয়ে মিনারেল ওয়াটার বোতলে রাখা পা‌খি মারার বিষ পান করে দিপু দেওয়ান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তি‌নি জেলার নানিয়ারচর উপ‌জেলার সদর ইউনিয়নের ব‍্যাংঙমারা খোলা এলাকায় শ্বশুরবাড়ি মিয়াধন চাকমার বাড়িতে বেড়াতে যান। তি‌নি খাগড়াছ‌ড়ির মহালছড়ি উপজেলার বাগমারা গ্রামের মনোতষ দেওয়ানের সন্তান।

সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দি‌কে পা‌নির পিপাসা পাওয়ায় ত‌ড়িগ‌ড়ি ক‌রে ভূলক্রমে মিনা‌রেল ওয়াটার বোত‌লে রাখা বিষপান করে ফেলে। পরে আশংকাজনক অবস্থায় স্থানীয়রা নানিয়ারচর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা খারাপ হওয়াতে রাঙ্গামাটি সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু বরন করেন তি‌নি। মৃ‌তের লাশ মাঝপথ থে‌কেই বা‌ড়িতে নিয়ে যাওয়া হয় ব‌লে জানা গে‌ছে।

এই বিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পী চাকমা জানিয়েছেন, ঘটনাটি আমি শুনেছি, দুঃখজনক।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত রফিকুল ইসলাম জানান, এ বিষ‌য়ে থানায় কেউ অ‌ভিযোগ করেনি।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।