যেখানে ধানের জমি সেখানেই সেচ নালা : মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

NewsDetails_01

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য এলাকায় যেখানে ধানের জমি সেখানেই সেচ নালা। যেখানে সেচ নালা করব সেখানে সমিতির মাধ্যমে পাওয়ার টিলার, পাওয়ার পাম্প, মাড়াই মেশিন দিব। দেখি কি করে পার্বত্য এলাকার মানুষ গরিব থাকে। পাহাড়ের এক ইঞ্চি মাটিও ফেলে রাখব না ।

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোস্তফা জামাল,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মো: জামাল উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

NewsDetails_03

মন্ত্রী বলেন, বাংলাদেশ গরিব দেশ নয়। উন্নত দেশে পরিণত হচ্ছে। এদেশে বেড়েছে গড় আয়ু, বেড়েছে মাথাপিছু আয় । দেশ খাদ্যে, বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ । এখন ১০০ এর উপর বিশ্ববিদ্যালয় হয়েছে দেশে। বান্দরবানের সাত উপজেলায় বিদ্যুৎ গেছে। ফায়ার ব্রিগেড স্টেশন, হাসপাতাল হয়ে গেছে। যেখানে বিদ্যুৎ যেতে পারছে না সেসব দুর্গম এলাকায় দেওয়া হচ্ছে বিনামূল্যের সোলার। শেখ হাসিনা যা বলে তা করে ।

পার্বত্য মন্ত্রী আরো বলেন, একজন দেশের জন্য কাজ করে, আরেকজন বিদেশে গিয়ে গরিবের টাকা মেরে খায় । বিএনপি জামায়াত অসংখ্য আওয়ামী লীগ নেতাকে হত্যা-খুন করেছে। এদেশের ইতিহাসকে বিকৃত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৮ বার হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ পকেট থেকে সৃষ্টি হয়নি, আওয়ামী লীগ জনগণের দল ।

মতবিনিময় সভার আগে মন্ত্রী সকালে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে একতলা বিশিষ্ট হারগাজা উচ্চ বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

আরও পড়ুন