সংকটে পিপিই নিয়ে চিকিৎসকদের পাশে রাঙামাটি স্কাউট
রাঙামাটি মেডিকেলের চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে বাংলাদেশ স্কাউট ও রোভার স্কাউট রাঙামাটি শাখা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিভিল সার্জন বিপাশ খীসার হাতে এসব পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন রোভার স্কাউট সম্পাদক নুরুল আবছার।
এসময় রোভার স্কাউট সম্পাদক নুরুল আবছার বলেন, এসব পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার চিকিৎসকদের চিকিৎসা প্রদানে সহায়তা করবে। যেসব চিকিৎসক পিপিই না থাকার কারণে চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, তাদের ভয় আর থাকবে না।
তিনি আরো বলেন, দুর্যোগকালীন সময় ছাড়াও দেশের যে কোনও প্রয়োজনে বাংলাদেশ স্কাউট পাশে থেকেছে। করোনা মহামারীর এই দুর্যোগকালেও বাংলাদেশ স্কাউটস পিপিই প্রদান করে চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে।
এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা.শওকত আকবর, বাংলাদেশ স্কাউটস এর তিন পার্বত্য জেলার এডি মোঃ তারিক, জেলা স্কাউটস সম্পাদক বিজন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।