সরকারের সব প্রতিষ্ঠানকে এক যোগে কাজ করতে হবে : বীর বাহাদুর

জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি
বান্দরবানের উন্নয়নে সরকারের সব প্রতিষ্ঠানকে এক যোগে কাজ করে যেতে হবে, তাতে আরো সফলতা আসবে। বান্দরবানে পার্বত্য জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি একথা বলেন। বৃহস্পতিবার সকালে পার্বত্য জেলা পরিষদের সন্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আবছার, পৌর মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মো: মাকসুদ চৌধুরীসহ অনেকে। এসময় পার্বত্য জেলা পরিষদের ২৮টি ন্যস্ত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ব্যাংক কর্মকর্তাদের বলেন, কৃষকদের আদা ও হলুদের জন্য শুধু লোন দিলে হবেনা, লোনের টাকা যথাযথ ভাবে কৃষকরা কাজে লাগাচ্ছে কিনা খবর নিতে হবে।

আরও পড়ুন