আলীকদমে আগুনে পুড়েছে কোটি টাকার ফুল ঝাড়ু

NewsDetails_01

বান্দরবানের আলীকদম উপজেলায় ১ নং সদর ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ফুল ঝাড়ুর গোডাউনে অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার রাত ১১ টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়, পরে আলীকদম ও লামা উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় এই বিষয়ে জানা নাগেলেও দুইটি গোডাউনে রাখা ফুল ঝাড়ু আগুনে পুড়ে যায়।

NewsDetails_03

আরো জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন এর বাসিন্দা আবুল কালাম দীর্ঘ দিন যাবত ধরে ফুল ঝাড়ুর ব্যবসা করে আসছে। পাহাড়ী বিভিন্ন এলাকা থেকে ফুল ঝাড়ু সংগ্রহ করে স্টেশন এলাকার একটি নিজস্ব গোডাউন সংরক্ষন করেন ঢাকাসহ বিভিন্ন জেলায় বাজারজাত করার জন্য। সেখানে আনুমানিক ১২ ট্রাকের মতো ফুল ঝাড়ু ছিল। এক ট্রাক ফুল ঝাড়ুর বাজার মূল্য ৮ লক্ষ টাকার উপরে। অনুমান
করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা।

এই ব্যাপারে আলীকদম ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছায়, দীর্ঘ সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন