আলীকদমে প্রকাশ্যে ধূমপান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

NewsDetails_01

সরকারি দপ্তরগুলোতে ধূমপান মুক্তের পাশাপাশি প্রকাশ্যে ধূমপান না করতে হাটবাজারে প্রচারণা ও ধূমপান করলে জরিমানা গুণতে হবে বলে সতর্ক করলেন বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম।

আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে আজ সোমবার (৩০ মে) আলীকদম বাজারে একসভা করেন। তাতে তিনি এই ঘোষণা দেন।

NewsDetails_03

জানা গেছে, দুপুরে আলীকদম বাজারের সচেতনামূলক প্রচারণা শেষে বাজারের প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখার জন্য এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তামাক ক্ষেতে গিয়ে তামাক গাছ উপড়ে ফেলে এই কর্মকর্তা।

হাট বাজারের পথসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম বলেন, আগামীতে তামাক চাষে যে বিধিনিষেধ আছে তা মানতে হবে। তামাক বিভিন্ন ভাবে (গুল, জদ্দা, সিগারেট) আপনার খাচ্ছেন, এতে করে আপনার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তাই নিজেদের সুস্থ রাখতে এসব বর্জন করুন।

তিনি আরও বলেন, উপজেলার সমস্ত সরকারি দপ্তরে এখন থেকে ধূমপান মুক্ত এবং প্রকাশ্যে পথে, বাজার কেউ ধূমপান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন