ইউপিডিএফ”র সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে গ্রামে-পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

NewsDetails_01

ইউপিডিএফ’র সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ জনগণকে গ্রামে-পাড়ায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও দ্বাদশ নির্বাচনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ভোটারদের ভোটদানে বাধা প্রদান, ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন-হুমকি প্রদানকারী আঞ্চলিক দলের নামধারী সন্ত্রাসীদের নির্বাচনের পর রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

NewsDetails_03

খাগড়াছড়ি আসনের দুইবারের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামে গ্রামে গিয়ে বছরের পর বছর খবরদারি করবেন, মুরগী-কলার ছড়া আর এক বোঝা লাকড়ি থেকেও চাঁদা নেবে; এটা চলতে দেয়া যায় না। ভোট আসলে মানুষের সাংবিধানিক ও নাগরিক অধিকারে হস্তক্ষেপ করার দিন শেষ হয়ে আসছে। মানুষ জাগলে পাহাড়-জঙ্গল ছেড়ে পালাবার পথ পাবে না।

তিনি আজ সোমবার বিকেলে পানছড়ি উপজেলার ফাতেমানগর-উপজেলাসদরে পৃথক পৃথক পথসভায় এসব কথা বলেন। পথসভায় কুজেন্দ্র লাল ত্রিপুরার সাথে জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা যোগ দেন।

আরও পড়ুন