কাপ্তাইয়ে চোলাই মদ পাচারকালে ২জন আটক

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই হতে দেশীয় তৈরী চোলাই মদ পাচার কালে দুইজনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ এর টহলদলের সদস্যরা।

আজ মঙ্গলবার (৯ আগষ্ট) ভোর ৪টা ৪০ মিনিটে উপজেলা সদর বড়ইছড়ি বাজার এলাকায় অটো রিক্সার ইঞ্জিন বাক্সে ১ শত ২০ লিটার মদ পাচারকালে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে মোঃ ইয়াছিন (৩৫) ও পয়েল বড়ুয়া (৩৭) নামে এই দুইজন ব্যক্তিকে আটক করে।

NewsDetails_03

আটককৃত মোঃ ইয়াছিন চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন মৃত নুর মোহাম্মদের ছেলে এবং পয়েল বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি বড়ুয়া পাড়ার সুমন বড়ুয়ার ছেলে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন।

ওসি জানান, মদ পাচারে ব্যবহ্রত অটোরিক্সাটি জব্দ করা হলেও ওই গাড়ির চালক পালিয়ে যায়। এসময় গাড়িটি তল্লাশী করে ইঞ্জিনের কভারের ভিতরে ৩টি প্লাস্টিকের বস্তায় ৪০টি স্যালাইনের পেকেটে ডুকানো প্রায় ১২০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

পুলিশ জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে কাপ্তাই থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তাদেরকে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন