নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৭টি গরু জব্দ

NewsDetails_01

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির অভিযানে ৭টি গরু জব্দ করেছে বিজিবি। গত সোমবার (৮ আগস্ট ) দিবাগত ভোর রাতে বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাইচিং পাড়া থেকে ৭টি গরু জব্দ করেছে ১১ বিজিবি।

সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে উপজেলার দৌছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাইচিংপাড়া লাগোয়া সীমান্ত মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশে সময় ৭টি চোরাই গরু জব্দ করেছে বিজিবি টহল দল। এসব জব্দকৃত চোরাই গরুগুলো নাইক্ষ্যংছড়ি ১১, ব্যাটালিয়ন সদরের সংশ্লিষ্ট দপ্তরে সোপর্দ করা হয়েছে।

NewsDetails_03

আজ ৯ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ১১ বিজিবির জোন কমান্ডার ও অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম।

তিনি জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, ইয়াবা, সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও চোরাই পথে আনা গরু সহ সবধরনের পণ্য আটকে আগে চেয়ে সীমান্তে বিজিবি আরো বেশি তৎপর আছে এবং থাকবে। জব্দকৃত চোরাই গরু গুলো নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনি পক্রিয়ার মাধ্যে হস্তান্তর ও মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন