রামগড়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

NewsDetails_03

আজ ৯ই আগস্ট মঙ্গলবার বিকেলে রামগড় ১নং সদর ইউনিয়নের দক্ষিণ লামকু পাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ইজারা গ্রহণ ব্যতিত অবৈধভাবে লামকু ছড়া থেকে বালু উত্তোলন ও কালভার্টের এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করার অপরাধে মুজিবুর রহমান সুমন নামে এক ব্যক্তি কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মুজির মুজিবুর রহমান সুমন একই ইউনিয়নের খাগড়া বিলের আব্দুল মান্নানের ছেলে।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মোঃ ইখতিখার উদ্দিন আরাফাতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আজ বিকেলে এই রায় প্রদান করেন।

আরও পড়ুন