কাপ্তাইয়ে মতবিনিময় সভা

NewsDetails_01

কাপ্তাইয়ে মতবিনিময় সভা
একটি বাড়ী,একটি খামার প্রকল্প বর্তমান সরকারের একটি যুগোপযোগী প্রকল্প। যেটার মাধ্যমে গ্রামীণ স্বল্প আয়ের মানুষ স্বাবলম্বী হতে পেরেছে। তাই আগামীতে যাতে এই প্রকল্পের মাধ্যমে গরীব জনগন সুফলভোগ করতে পারে, সেই জন্য সমিতির সকল সদস্যের দায়িত্ব পালন করতে হবে।
আজ মঙ্গলবার রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতায় একটি বাড়ী একটি খামার প্রকল্পের কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় কালে অতিথিরা একথা বলেন। কাপ্তাই উপজেলা প্রশাসনের সহোযোগীতায় নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী,একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক দেবব্রত বড়ুয়াসহ ইউনিয়নের সমিতির সভাপতি এবং সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন