খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে চেয়ার ও কৃত্রিম পা বিতরণ

NewsDetails_01

খাগড়াছড়িতে শারিরীক পুনর্বাসন কর্মসুচির আওতায় হুইল চেয়ার ও কৃত্রিম পা হস্থান্তর করা হয়েছে। আজ রবিবার দুপুরে শহরের জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভবনে এর আয়োজন করা হয়।

NewsDetails_03

অনুষ্ঠানে জেলা রেড ক্রিসেন্ট’র সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, সহ সভাপতি এড. জসিম উদ্দীন মজুমদার, আইসিআরসির ফিজিওথেরাপিস্ট কাজী ইমদাদুল হক অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। এ সময় কর্মসূচীর আওতায় শারীরিক ভাবে অক্ষম ৪ জনকে হুইল চেয়ার ও ৮ জনকে কৃত্রিম পা তুলে দেন তারা।

আয়োজকরা জানান, যে কোন দুর্টঘনা বা জন্মগতভাবে শারিরীক প্রতিবন্ধীদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যাচাই-বাছাই করে পরবর্তীতে চট্টগ্রামের সিআরপিতে পাঠানো হয়। সেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়াহয় তাদের। এরই অংশ হিসেবে বাছাইকৃত প্রতিবন্ধীদের মাঝে চেয়ার ও কৃত্রিম পা হস্তান্তর করা হয়। একই সাথে কেউ চাইলে স্বইচ্ছায় ভোকেশনাল ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থানেরও সুযোগ করে দেয়া হয়। কর্মসুচির আওতায় পাহাড়ে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেন তারা।

আরও পড়ুন