খাগড়াছড়িতে মৃত ৪ ব্যক্তিসহ ৭০ জনকে আসামী করে মামলা

বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা

NewsDetails_01

খাগড়াছড়ির মাটিরাঙ্গার গাজীনগরে গত মঙ্গলবার গাছ কেটে কাঠ নেয়াকে কেন্দ্র করে বিজিবির সাথে সংঘর্ষে হতাহতের ঘটনায় মৃত ৪ ব্যক্তিসহ ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামী করে মামলা করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (৫মার্চ) সকালে মাটিরাঙ্গা থানায় পলাশপুর ৪০ বিজিবির পূর্ব খেদাছড়া চেকপোষ্টের হাবিলদার ইছহাক আলী বাদী হয়ে সরকারি কাজে বাধা ও বিজিবির অস্ত্র ছিনিয়ে নিয়ে মানুষ হত্যার অভিযোগে মামলাটি দায়ের করেন। মাটিরাঙ্গা থানার ওসি সামসুদ্দীন ভূইয়া মামলা গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

NewsDetails_03

গত মঙ্গলবার মাটিরাঙ্গার গাজীনগরে পিডিবির নতুন বিদ্যুৎ সংযোগ লাইনের জন্য কাটা পড়া গাছ স’মিলে নেয়ার পথে বিজিবির সাথে বাকবিতন্ডতার একপর্যায়ে সংঘর্ষে গুলিতে এক বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হয়। বিজিবি সদস্য নিহত হওয়ার জন্য নিহত মফিজ মিয়াকে দায়ি করা হলেও স্থানীয়দের দাবি বিজিবি সদস্যের গুলিতে মৃত্যু হয় তার।

এ ঘটনায় জেলা প্রশাসনের ৩ সদস্য বিশিষ্ট তদন্ত করছে। আগামী রোববার কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।

আরও পড়ুন